এবার জনসভা হবে, কনসার্ট হবে আপনার সিমবিয়ান ফোন দিয়েই !

সিমবিয়ান নিয়ে অনেকদিন কিছু লেখা হয়না। তাই আজকে সিমবিয়ান ব্যবহারকারীদের জন্য দারুন একটি এপ্লিকেশন নিয়ে আলোচনা করব। এপ্লিকেশনটি অনেক পুরোনো এবং ইতিমধ্যেই এটার সাথে অনেকেই পরিচিত হতে পারেন তবে এটা নিয়ে টেকটিউনস এ কোন টিউন হয়নি !

এপ্লিকেশনটির নাম Mobile Microphone, এপ্লিকেশনটির সাহায্যে আপনি আপনার ফোনকে একটি মাইক্রোফোনে রূপান্তরিত করতে পারবেন। অর্থাৎ আপনার ফোনটি একটি মাইক্রোফোনের কাজ করবে। কোন মিটআপ, সভা কিংবা বন্ধুদের নিয়ে ছোটখাট কনসার্টে দারুন কাজে দেবে এই এপ্লিকেশনটি।

তবে এপ্লিকেশনটি ইন্সটল করতে হলে অবশ্যই আপনার মোবাইলে Qt ইন্সটল করা থাকতে হবে। Qt সমন্ধে বিস্তারিত জানতে এবং ইনস্টল করতে এই টিউনটি দেখুতে পারেন।

সিমবিয়ানের যেসব এডিশনে কাজ করবেঃ

এই এপ্লিকেশনটি সিমবিয়ান ফোনগুলির শুধুমাত্র Series 60 এর V5, Symbian S^3/Anna/Belle তে সাপোর্ট করবে।

ডাউনলোডঃ

এপ্লিকেশনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ব্যবহার করবেন যেভাবেঃ

১। এপ্লিকেশনটি ইনস্টল করুন।

২। আপনার ফোনের হেডফোন সংযোগের পোর্টটিতে অন্য স্পিকার এর লাইন দিন।

৩। এপ্লিকেশনটি অন করুন এবং কথা বলুন।

৪। আপনার কথাগুলি স্পিকারে সরাসরি চলে যাবে।

ধন্যবাদ
ভাল থাকুন

1 Comment

  1. এ ধরনের একটি Software আমি অনেক আগেও একবার পেয়েছিলাম কিন্তু Qt এর কারনেই হয়তো কাজ করেছিল না। তবে এই software টি আমার খুবই দরকার ছিল। এবার Try করে দেখি কাজ হয় কিনা ❓ আপনাকে অনেক ধন্যবাদ :mrgreen:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *