কম্পিউটার দিয়েই চার্জ করুন যেকোন মোবাইল !

বর্তমানে মোবাইল আমাদের অতি প্রয়োজনীয় এবং প্রিয় একটি বস্তু। সবার হাতে হাতে এখন মোবাইল। এটা ছাড়া যেন এক মুহুর্তও চলে না। এই অতি দরকারী আর প্রিয় বস্তুটি চালানোর জন্য ব্যাটারির চার্জ অ্যবশ্যক। তাই কাউকে হয়ত প্রতিদিন অথবা দুই দিন পর পর মোবাইল চার্জ দিতে হয়। আর সেই চার্জ দেয়ার জন্য প্রয়োজন চার্জার ! আর সেই চার্জারের জন্য আবার প্রয়োজন অতিরিক্ত প্লাগ-ইন সকেট। বাড়িতে নাহয় এসব এভেইলেবল কিন্তু কোথাও বেড়াতে গেলেই সমস্যা। চার্জার সঙ্গে নিয়ে বেড়ানো অনেকেরই পছন্দ নয়। যাহোক আজকের টিউনে আমরা শিখব কিভাবে কম্পিউটার থেকে মোবাইল চার্জ দেয়া যায়। শুরু করা যাক…

প্রয়োজনীয় জিনিসপত্রঃ

১। একটি USB কেবল (পুরোনো কিংবা নতুন)

২। আপনার ফোনের মডেল অনুযায়ী একটি চার্জার পিন কনর্ভাটার

৩। টেপ

প্রক্রিয়াঃ

১। প্রথমে USB ক্যাবলটা আপনার প্রয়োজন অনুয়ায়ী পিছনের অংশটি কেটে সামনের অংশটি আপনার প্রয়োজনীয় দুরত্বের তারসহ রাখুন

২। তারটির উপরের প্রলেপটির এক ইঞ্চির মত বের করুন। ৪টি সরু সাদা, কালো, লাল ও নীল তার পাবেন।

৩। তারগুলির মধ্যে সাদা-কালো ও লাল-নীল নিচের ছবির মত একখানে করে জোড়া লাগান।

৪। এবার চার্জার পিন কনভার্টারটি থেকে আপনার ফোনের পিনসহ একটু তার রেখে অতিরিক্ত পিনটি কেটে ফেলুন

৫। পিনটির তারটিও ১ ইঞ্চি অংশের উপরের প্রলেপটি খুলুন। তাহলে এখানে শুধুমাত্র দুইটি তার পাবেন। একটি লাল এবং অন্যটি কালো

৬। এবার কনর্ভাটারটির কালো তারটি USB ক্যাবলের সাদা-কালো তারের সাথে ভালভাবে লাগিয়ে দিন এবং লাল তারটি USB এর লাল-নীল তারের সঙ্গে লাগিয়ে দিন।

৭। এবার তারের কানেকশনগুলি সুন্দরভাবে আলাদা করে টেপ লাগিয়ে দিন তাতে একটার সাথে আরেকটা স্পর্শ না লাগে।

৮। ব্যাস এবার USB ক্যাবলটি আপনার কম্পিউটারে লাগান এবং চার্জার পিনটি আপনার মোবাইলে। সব কিছু ঠিকঠাক থাকলে আপনার মোবাইল চার্জ নিবে 🙂

৯। তৈরী হয়ে গেল আপনার USB চার্জার।

বিদ্রঃ যাদের ক্রেডিট কার্ড আছে তারা অনলাইনে এইরকম চার্জার কিনেও নিতে পারবেন। ইবে কিংবা আমাজনে পাওয়া যায়।

সাবধানতাঃ

  • মনে রাখবেন কখনোই উল্টাপাল্টা কানেকশন করবেন না এতে আপনার কম্পিউটারের ক্ষতি হতে পারে
  • টেপিং খুব ভাল ভাবে করবেন যাতে জোড়া দুটি একখানে না হতে পারে

<>

ভাল থাকুন
ধন্যবাদ

৪ Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *