আপনার ই-মেইলে টেকটিউনস থেকে আসা মেইলগুলি কি পাচ্ছেন না?

টেকটিউনসে কারও টিউনে মন্তব্য বা টেকটিউনস এ টিউন করলে ওই টিউনের মন্তব্যগুলি সাধারণত আমাদের ই-মেইলে প্রেরণ করা হয়। সাধারণত কোন ইমেইল এড্রেস থেকে কিছুকিছু ক্ষেত্রে খুব বেশি ই-মেইল এসে গেলে বা ই-মেইলে কোন লিংক থাকলে ইমেইল প্রভাইডাররা সেই সেন্ডারকে Unsafe করে দেন। এতে করে পরবর্তীতে ওই ইমেইল এড্রেস থেকে যেকোন প্রকারের প্রেরিত ইমেইলগুলি Inbox এর বদলে Spam/Junk নামক ফোল্ডারে আসে। আর আমরা সাধারণ Spam বা Junk ফোল্ডারে থাকা ইমেইল চেক করিনা। তাই অনেকসময় ভাল ভাল ইমেইলগুলিও আমাদের নজরে পড়ে না।

বলে রাখা ভাল যে, “এটি টেকটিউনস এর কোন সমস্যা নয়, সমস্যাটি ইমেইল প্রভাইডারের” আর এই সমস্যাতে সবাই নাও পড়তে পারেন। তবে সামস্যায় পড়ুন আর নাই পড়ুন টেকটিউনসকে আপনার ইমেইল একাউন্টের সেফ সেন্ডারে রাখুন। যাতে করে ভুলেও কোনদিন টেকটিউনস থেকে আসা কোন ইমেইল মিস না হয়ে যায় !

ইন্টারনেটে বহু ইমেইল প্রভাইডার আছে এরমধ্যে সবচেয়ে জনপ্রিয় তিনটি ইমেইল প্রভাইডার হলঃ জিমেইল, ইয়াহু মেইল এবং হটমেইল । প্রতিটি ইমেইল প্রভাইডারদের জন্য আলাদা করে সমাধান দেয়া সম্ভব নয় তাই শুধুমাত্র এই জনপ্রিয় তিনটি ইমেইল প্রভাইডারের সমাধান দেয়া হল। তবে আপনি যেই ইমেইল প্রভাইডারই ব্যবহার করুন না কেন নিচের বর্ণিত অপশনগুলির মতই আপনারও অপশন থাকতে পারে, না থাকলে ম্যানুয়ালী techtunes.com.bd ডোমেইনটি আপনার ইমেইল একাউন্টের সেফ সেন্ডারের লিষ্টে নিয়ে নিন।

জিমেইলঃ

আপনি যদি জিমেইল ব্যবহারকারী হন তাহলে টেকটিউনসকে আপনার সেফ সেন্ডারের লিস্টে নেয়ার জন্য নিচের পদ্ধতি অবলম্বন করুন-

১। প্রথমে আপনার জিমেইল একাউন্টে লগিন করুন

২। ডানদিকে কর্ণারে সেটিংস এর আইকোনটি থেকে Settings এ  ক্লিক করুন

টেকটিউনস ইমেইল

৩। Settings থেকে Filters এ ক্লিক করুন এবং ডানদিকে নিচে Create a new filter এ ক্লিক করুন

টেকটিউনস ইমেইল

৪। এরপর Filter অপশন থেকে From এর বক্সটিতে @techtunes.com.bd লিখে দিন এবং Create filter with this search এ ক্লিক করুন

টেকটিউনস ইমেইল

৫। নিচের স্ক্রিনশর্টে দেখানো অপশনটিতে অর্থাৎ Never send it to Spam এ টিক দিন এবং Create filter এ ক্লিক করুন

টেকটিউনস ইমেইল

৬। ব্যাস আপনার filter টি সফলভাবে তৈরী হয়েছে। এখন থেকে আপনার জিমেইলে টেকটিউনস থেকে আসা যেকোন ইমেইল Inbox এই পাবেন অন্যকোথাও যাবে না।

টেকটিউনস ইমেইল

ইয়াহু মেইলঃ

আপনি যদি ইয়াহু মেইল ব্যবহারকারী হন তাহলে টেকটিউনসকে আপনার সেফ সেন্ডারের লিস্টে নেয়ার জন্য নিচের পদ্ধতি অবলম্বন করুন-

১। প্রথমে আপনার ইয়াহু মেইল একাউন্টে লগিন করুন।

২। ইয়াহু মেইলের লোগোর উপরে Options থেকে Mail Options এ ক্লিক করুন

টেকটিউনস ইমেইল

৩। এরপর বামদিকে Filters এ ক্লিক করে +Add এ ক্লিক করুন। Filter Name এ Techtunes Mail লিখে দিন এবং Sender এ techtunes.com.bd লিখে দিন। এবং সবশেষে Save এ ক্লিক করুন।

টেকটিউনস ইমেইল

৪। ব্যাস ! এখন থেকে আপনার ইয়াহু মেইলে টেকটিউনস থেকে আসা যেকোন ইমেইল Inbox এই পাবেন অন্যকোথাও যাবে না

হটমেইলঃ

আপনি যদি হটমেইল ব্যবহারকারী হন তাহলে টেকটিউনসকে আপনার সেফ সেন্ডারের লিস্টে নেয়ার জন্য নিচের পদ্ধতি অবলম্বন করুন-

১। প্রথমে আপনার হটমেইল একাউন্টে লগিন করুন

২। ডানদিকের কর্ণারে আপনার নামের পাশে ছোট্ট আইকোনটিকে ক্লিক করুন এবং Options এ যান।

টেকটিউনস ইমেইল

৩। বামদিকের মেন্যুটি থেকে Mail এ ক্লিক করুন

টেকটিউনস ইমেইল

৪। এরপর Preventing junk email থেকে Safe and blocked senders এ ক্লিক করুন

টেকটিউনস ইমেইল

৫। Safe senders এ ক্লিক করুন

টেকটিউনস ইমেইল

৬। Sender or domain to mark as safe: এ techtunes.com.bd লিখুন এবং Add to list এ ক্লিক করুন

টেকটিউনস ইমেইল

৭।  ব্যাস ! এখন থেকে আপনার হটমেইলে টেকটিউনস থেকে আসা যেকোন ইমেইল Inbox এই পাবেন অন্যকোথাও যাবে না

সুস্থ থাকুন
ভাল থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *