আপনার ওয়ার্ডপ্রেস সাইটে কি Fatal error: Allowed memory size of xxxxxx bytes exhausted… ইরোর পাচ্ছেন ?

ব্লগিং এ জন্য ওয়ার্ডপ্রেস একটি জনপ্রিয় CMS। বর্তমানে ওয়েবসাইট বানানোর কথা মাথায় আসলেই ওয়ার্ডপ্রেসের কথা মনে পড়ে। না আসারও কোন কারণ নেই কারণ এখন ওয়ার্ডপ্রেস দিয়ে কি না হয়? যত্ত রকমের সাইট আছে প্রায় সবগুলাই এই CMS দিয়েই বানানো যায়।

আপনাদের যাদের সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো তারা প্রায়ই এই কমন সমস্যাটির মধ্যে পড়েন। এই সমস্যার কারণে সাইটে অনেকেই অনেক ভাল ভাল থিম কিংবা প্লাগিন ব্যবহার করতে পারেন না। আসলে তারা বুঝতেই পারেন না যে, এই সমস্যাটি থিমের জন্য বা প্লাগিনের জন্য হচ্ছে না বরং এটি হোস্টিং এর PHP কনফিগারেশন এর সমস্যার জন্য হচ্ছে।

এরকম সমস্যায় আমিও পড়েছিলাম। এবং অনেক ঘাটাঘাটি করেছি। আসলে এই সমস্যাটি খুবই সাধারণ এবং খুব সহজেই সমাধান করা যায়।

সামাধান-

১। প্রথমে আপনার হোস্টিং/CPanel এ লগিন করুন।

২। আপনার রুট ফোল্ডারে অর্থাৎ যেখানে ওয়ার্ডপ্রেস সেটাপ দেয়া আছে সেখানে, এখানে ক্লিক করে ডাউনলোড করা php.ini ফাইলটি আপলোড করুন।

৩। এবার আপনার wp-admin ফোল্ডারে গিয়ে এখানে ক্লিক করে php.ini ফাইলটি ডাউনলোড করে আপলোড করুন।

৪। ব্যাস ! সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আপনার সাইটে ঢুকুন। দেখবেন এখন আর কোন ইরোর দেখাচ্ছে না।

ভাল থাকুন

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *