আপনার অনেক কষ্টে মিডিয়াফায়ার এ আপলোডকৃত ফাইলগুলি কি ডিলিট হয়ে যাচ্ছে?

আপনারা অনেকেই সোপা-পিপার নাম শুনে থাকবেন। যার কার্যকারীতা বর্তমানে বন্ধ হলেও FBI এর ভয়ে অনেক ভাল ভাল ফাইল সেয়ারিং সাইট ফাইল সেয়ারিং সিস্টেম বন্ধ করে দিচ্ছে। ফলে সাধারণ জনগনের ফাইল সেয়ারিং বেশ কষ্টকর হয়ে পড়েছে। এখন বর্তমানে ফাইল সেয়ারিং এর জন্য আমাদেরকে মিডিয়াফারের সম্মুখিন হতে হচ্ছে। কিন্তু ইদানিং তারাও FBI এর ভয়ে তাদের সার্ভারে পাইরেটেড ফাইলগুলির কপি মুছে দিচ্ছে। ফলে এত কষ্টে আপলোড করা ফাইলগুলি নিমিষেই গায়েব হয়ে যাচ্ছে। এই সমস্যাটি তখনই হয় যখন আপনি কোন পাইরেটেড ফাইল আপলোড করার পর সেটি সবার সাথে সেয়ার করেন। অর্থাৎ আপনার আপলোডকৃত পাইরেটেড ফাইল যখন বিভিন্ন আইপি থেকে ডাউনলোড করা হচ্ছে। তখন মিডিয়াফায়ার এই ফাইলগুলি মুছে দিচ্ছে। এই সমস্যার পুরোপুরি কোন সমাধান না পাওয়া গেলেও লিংকগুলিকে দীর্ঘস্থায়ী করার জন্য একটি উপায় আছে। আসুন জানা যাক-

LeechMF নামক একটি সাইট এই সুবিধা দিচ্ছে। তারা মিডিয়াফায়ার থেকে ডাউনলোডের জন্য এক ধরণের বিশেষ স্ক্রিপট ব্যবহার করে। এই স্ক্রিপটিতে একটি ষ্টাটিক আইপি ব্যবহার করা হয়। এই সাইটে মিডিয়াফারের লিংকগুলি সাবমিট করলে তারা আপনাকে ওই লিংকগুলির পরিবর্তে তাদের সাইটের লিংক বানিয়ে দিবে। এবং যখন কেউ তাদের দেয়া ওই লিংকগুলিতে ক্লিক করবে তখন তারা মিডিয়াফায়ার থেকে তাদের ষ্টাটিক আইপি থেকে আপনাকে ডাইরেক্ট ডাউনলোড লিংক প্রদান করবে।

কিভাবে মিডিয়াফায়ারের লিংকগুলিকে দীর্ঘ স্থায়ী করবেনঃ

১। প্রথমে আপনার মিডিয়াফায়ার একাউন্টে, সেয়ার করতে চান এমন ফাইলগুলি আপলোড করুন।

২। আপলোড শেষে আপলোডকৃত ফাইলগুলির লিংকগুলি কপি করুন।

৩। এখানে ক্লিক করে LeechMF সাইটে ঢুকুন।

৪। Insert your link here( Mediafire link only.) বক্সটিতে আপনার মিডিয়াফায়ারের লিংকগুলি পেষ্ট করুন। এবং Protect Mediafire Links এ ক্লিক করুন।

৫। ৩০ সেকেন্ড অপেক্ষা করুন। নিচের Your protected links will appear below. বক্সটিতে নতুন লিংকগুলি দেখতে পাবেন।

৫। এখন বক্সটি থেকে নতুন লিংকগুলি কপি করুন আর যেকোন খানে নির্ভয়ে ফাইল সেয়ার করুন।

হ্যাপি ফাইল সেয়ারিং
ভাল থাকুন।

৩ Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *