টেকটিউনস এ নতুন কোন টিউন প্রকাশ হওয়ার সাথে সাথেই জানতে পারবেন আপনার ডেক্সটপ থেকেই !

আপনি কি টেকটিউনস এর একজন নিয়মিত পাঠক? টেকটিউনস ছাড়া থাকতে পারেন না? সারাদিন কি নতুন নতুন টিউন পাবার জন্য কেল্টুর মত টেকটিউনস এ বসে থাকেন?

তাহলে এই টিউন আপনার জন্যই। নতুন নতুন টিউন সবার আগে পড়ার জন্য আপনাকে আর সবসময় টেকটিউনস এ বসে থাকতে হবেনা। আজকে আমি মূলত একটি ফিড রিডার সফটওয়্যার নিয়ে আলোচনা করব। যেটাতে টেকটিউনস এ ফিড ইউআরএল যুক্ত করলেই নতুন টিউন প্রকাশ হওয়ার সাথে সাথে আপনাকে নোটিফিকেশন দেয়া হবে।

আগেই বলে রাখা ভাল যে, এই কাজটি কিন্তু টেকটিউনস এর ফিড সাবস্ক্রাইব করেও করা যায়। তবে সাবস্ক্রাইব করলে যেহেতু নতুন টিউন সাবস্ক্রাইবারের ইমেইলে প্রেরণ করা হয় সেহেতু অনেকেই বিরক্ত হতে পারেন কারণ একটি এ তো সারাদিনে মাত্র ১টা কিংবা ২টা টিউন প্রকাশ হয়না। তাই অনেকেরই এটি পছন্দ নয়।

তাই মূলত আজকের এই টিউনটি লেখা। আসুন শুরু করা যাক-

ধাপসমূহঃ

১। প্রথমে এখানে ক্লিক করে Feedreader নামক সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

২। ডাউনলোড শেষে ইনস্টল করুন এবং ইনস্টল শেষে সফটওয়্যাটি ওপেন করুন।

৩। File > New থেকে Feed এ ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে F3 চাপ দিন।

৪। Add Feed নামক অপশনটির বক্সটিতে http://techtunes.com.bd/feed লিখে Ok তে ক্লিক করুন।

৫। কিছুক্ষণ অপেক্ষা করুন। ফিডটি যুক্ত হলেই আপনি টেকটিউনস এর ফিড থেকে সাম্প্রতিক প্রকাশিত কয়েকটি টিউনের শিরোনাম দেখতে পাবেন। টিউনগুলিতে ক্লিক করলেই টিউনের প্রথমাংশের সারাংশ দেখতে পাবেন। এখন ওই সারাংশের শিরোনামে ক্লিক করলেই আপনার ব্রাউজারে টিউনটি দেখতে পাবেন।

৬। ব্যাস ! এবার টেকটিউনস এ নতুন কোন টিউন প্রকাশিত হলেই আপনার স্ট্যাটাস বারের (ঘড়ির উপরে) একটি ছোট্ট বক্সে নোটিফিকেশন দেয়া হবে।

৭। যদি কারও কম্পিউটারে সফটটির ফন্টগুলি খুব ছোট ছোট দেখা যায় তাহলে সফটওয়্যাটির নিচে ডানদিকে ফন্ট সাইজ বাড়াকমার অপশন পাবেন। তার পাশেই অবস্থিত অপশনগুলির সাহায্যে ফিডগুলির ভিউ পরিবর্তনও করতে পারবেন।

৮। আশা করি এখন আর সারাদিন টেকটিউনস এ বসে থাকতে হবে না। নতুন টিউন প্রকাশ হলেই জানতে পারবেন। আর গরম গরম অবস্থায় পড়ে নিবেন 😉

৩ Comments

  1. কি ভাবে যে ধন্যবাদ জানাবো বুজতে পারছি না।

    অনোক অনোক ধন্যবাদ ভাই । এত বড় উপকার করলেন যে আর কি বলবো।

Leave a Reply to সাইফুল ইসলাম Cancel reply

Your email address will not be published. Required fields are marked *