শখের জের ধরেই মূলত ফেইসবুকে সামুর ইমোটিকনগুলি যোগ করার উদ্দ্যেগ নেয়া। কিছুদিন আগে সামুর হাতেগোনা কয়েকটি ইমোটিকোন ফেইসবুকের চ্যাটে যুক্ত করা হয়। সেই কিছু ইমোটিকন বেশ জনপ্রিয় হওয়ায় ও অনেকেই বাকি সব ইমোটিকোন যোগ করার উৎসাহ দেয়ায় পূণরায় সব ইমোটিকন যোগ করার উদ্দ্যেগ নেয়া হয়েছে।
আপনারা জেনে থাকবেন যে, ফেইসবুকে কোন পেইজে সর্বনিম্ন ২৫টি লাইক না থাকলে ইউজারনেম নেয়া যায়না। আর ইউজারনেম নেয়া না গেলে ইমোটিকোনগুলির সহজবোধ্য কোড বানানো যাবে না। তাই বাকি সব ইমোটিকনগুলি কোড আকারে পেতে নিচের প্রতিটি ইমোটিকনগুলির বক্সে Like বাটনে ক্লিক করুন।
মিনিমাম লাইক পূর্ণ হলেই ইমোটিকনগুলি পাওয়া যাবে। আগের ইমোটিকনগুলি দেখতে এখানে ক্লিক করুন।
বিশেষ ধন্যবাদ তন্ময় তাহমিদকে
বস তো বস ই হয়। তাতে মন্তব্য করলে কেম্নে হয়? 😛 😛 😛
😛 😛 😛
সব লাইক শেষ 🙁
🙁 🙁 🙁
চ্যাট এ দিলে আমার এখানে শো করে। কিন্তু যাকে দেই সে দেখতে পায় না। http://bn.saifulislam.info/wp-includes/images/smilies/icon_sad.gif
যাকে দেন সে যদি মোবাইলে বা স্কাইপি থেকে চ্যাট করে তাহলে দেখতে পাবে না।