ফেইসবুক চ্যাটে যোগ হচ্ছে সামুর বাকিসব ইমোটিকন ! তাড়াতাড়ি পেতে তাড়াতাড়ি লাইক দিন !

শখের জের ধরেই মূলত ফেইসবুকে সামুর ইমোটিকনগুলি যোগ করার উদ্দ্যেগ নেয়া। কিছুদিন আগে সামুর হাতেগোনা কয়েকটি ইমোটিকোন ফেইসবুকের চ্যাটে যুক্ত করা হয়। সেই কিছু ইমোটিকন বেশ জনপ্রিয় হওয়ায় ও অনেকেই বাকি সব ইমোটিকোন যোগ করার উৎসাহ দেয়ায় পূণরায় সব ইমোটিকন যোগ করার উদ্দ্যেগ নেয়া হয়েছে।

আপনারা জেনে থাকবেন যে, ফেইসবুকে কোন পেইজে সর্বনিম্ন ২৫টি লাইক না থাকলে ইউজারনেম নেয়া যায়না। আর ইউজারনেম নেয়া না গেলে ইমোটিকোনগুলির সহজবোধ্য কোড বানানো যাবে না। তাই বাকি সব ইমোটিকনগুলি কোড আকারে পেতে নিচের প্রতিটি ইমোটিকনগুলির বক্সে Like বাটনে ক্লিক করুন।

 

মিনিমাম লাইক পূর্ণ হলেই ইমোটিকনগুলি পাওয়া যাবে। আগের ইমোটিকনগুলি দেখতে এখানে ক্লিক করুন।

বিশেষ ধন্যবাদ তন্ময় তাহমিদকে

৭ Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *