আপনার সাইটের পোষ্টের ফন্ট সাইজ পরিবর্তন করুন ছোট্ট একটি প্লাগিনের সাহায্যে [আমার তৈরী প্রথম ওয়ার্ডপ্রেস প্লাগিন]

বর্তমানে ওয়ার্ডপ্রেসে ব্লগিং খুবই জনপ্রিয়। তাই বর্তমানে কেউ ব্লগিং শুরু করতে চাইলে প্রথমেই বেছে নেয় ওয়ার্ডপ্রেসকে। নেবেনা কেন? কি নেই ওয়ার্ডপ্রেসে? থিম দরকার? হাজার হাজার থিম আছে তাও আবার ফ্রি, প্লাগিন দরকার? এগুলাও হাজার হাজার পাবেন এবং বেশিরভাগই ফ্রি ! আর ওয়ার্ডপ্রেসে তৈরী সাইট পুরোপুরি কাষ্টমাইজ করা যায় বলে শুধু ব্লগিং ই নয় সব ধরণের সাইটই ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো যায়।

আমার অনেকদিনের শখ ছিল ওয়ার্ডপ্রেসের জন্য প্লাগিন বানানোর। আজ সেটি পূরণ হয়েছে “মোহাইমিনুল হক আদনান” ভাইয়ের ব্যাপক সহযোগিতায়।

প্লাগিনটির নামঃ Post Font Resizer
প্রয়োজনীয় ওয়ার্ডপ্রেস ভার্সনঃ সর্বনিম্ন 2.0 অথবা নতুন যেকোন ভার্সন
প্লাগিনটির বর্তমান ভার্সনঃ 0.1

 


== প্লাগিনটির কাজ/বর্ণনা ==

ব্লগে বিভিন্ন বয়সের ভিজিটর/পাঠক আসে। কিছু কিছু ব্লগের পোষ্টের লেখা বেশ ছোট থাকে। যেহেতু ব্লগে বিভিন্ন বয়সের পাঠক আসে যেহেতু অনেকেই ছোট লেখা পড়তে অসুবিধা হয়।

এই প্লাগিনটি সাহায্যে আপনি আপনার ব্লগের পোষ্টের লেখাগুলির ফন্ট সাইট বাড়ানো/কমানোর অপশন যুক্ত করতে পারবেন। যাতে পাঠকরা তাদের চাহিদা অনুযায়ী ইচ্ছামত ফন্ট সাইজ পরিবর্তন করতে পারেন।

== ডাউলোড ==

== ইনস্টলেশন ==

১. প্লাগিনটি ডাউনলোড শেষে এক্সট্রাক্ট করুন
২. যদি আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাসবোর্ড থেকে এই প্লাগিনটি ইনস্টল করতে চান তাহলে ৪ নম্বর ধাপটিতে চলে যান।
৩. এক্সট্রাক্টকৃত ফোল্ডারটি আপনার সাইটের `/wp-content/plugins/` ডিরেক্টরিতে আপলোড করুন
4. সবশেষে প্লাগিনটি এক্টিভ করতে ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড থেকৈ ‘Plugins’ মেন্যুতে যান এবং প্লাগিনটি Active এ ক্লিক করুন।

 

== সচরারচর জিজ্ঞাস্য প্রশ্ন ==

প্রশ্নঃ প্লাগিনটিকে কি আমি বাংলা বা অন্য যেকোন ভাষায় ট্রান্সলেট করতে পারবো?
উত্তরঃ হ্যা অবশই পারবেন। এর জন্য আপনার সাইটের ড্যাসবোর্ড থেকে Plugins > Editor এ ক্লিক করুন, Select Plugin to Edit অপশন থেকৈ “Post Font Resizer” সিলেক্ট করুন। “Font, Large, Small” লেখাগুলিকে খুজে যেকোন ভাষায় এডিট করুন এবং সবশেষে “Update File” এ ক্লিক করুন।

 

সুস্থ থাকুন
ভাল থাকুন।

প্লাগিনটির কোন সমস্যা পেলে মন্তব্যে জানাতে পারেন

২ Comments

  1. বাবু আমাকে সাহযোগিতা করবে ? আমার সাইট ফ্রি হোসটিং করানো ase kintoo ar unnoti korte parsina ata kibave unnoti kora jay wordpress or Joomla diye janale khusi hobe …………01197033804

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *