হোমপেইজের ফুটার থেকে জেটপ্যাক প্লাগিনের স্মাইলী ফেস রিমুভ করবেন যেভাবে !

যাদের সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী তাদের বেশিরভাগ ব্যবহারকারীই Jetpack by WordPress.com নামক এই প্লাগিনটি ব্যবহার করেন। যারা এই প্লাগিনটি ব্যবহার করেন তারা নিশ্চই এই স্মাইলী ফেসটির সাথেও পরিচিত থাকবেন। কেননা এই প্লাগিনটি ইনস্টল করলে আপনার সাইটের প্রতিটি পেইজের নিচে অর্থাৎ ফুটারে এই স্মাইলী ফেসটি যুক্ত হয়।

এই স্মাইলী ফেসটি মূলত আপনার সাইটের স্ট্যাটস ট্রাক করতে সাহায্য করে। কিন্তু প্রতিটি পেইজের নিচে এটি যুক্ত হওয়ার অনেকেরই যেমন আমারই পছন্দ নয়। তাই এটিকে আমার মত অনেকেই রিমুভ করতে চান। তবে এক্ষেত্রে প্রশ্ন থাকতে পারে যে, এই স্মাইলী ফেসটি যদি রিমুভ করা হয় তাহলে কি আমার সাইটের স্ট্যাটস ট্রাকের অসুবিধা হবে কিনা? অবশ্যই নয়। কারণ জেটপ্যাক এর বর্তমান ভার্সনে এই স্মাইলী ফেস হাইড করে রাখলেও সাইট স্ট্যাটস সুন্দরভাবে কাজ করে।

স্মাইলী ফেসটি রিমুভ করবেন যেভাবেঃ

এটিকে রিমুভ করতে হলে-

১। প্রথমে আপনার সাইটের এ্যাডমিন প্যানেলে প্রবেশ করুন এবং জেটপ্যাক এর আইকোনটিকে (  ) ক্লিক করুন।

২। এরপর WordPress.com Stats বক্সটি থেকে Configure এ ক্লিক করুন।

৩। Smiley অপশন থেকে Hide the stats smiley face image. এ টিক দিন এবং Save Configuration এ ক্লিক করুন।

 

৪। ব্যাস এখন আপনার সাইটে গিয়ে দেখুন। ওই স্মাইলী ফেসটি চলে গেছে।

 

এই কাজটি আপনি CSS এডিট করেও করতে পারেন। CSS এর সাহায্যে এটিকে রিমুভ করতে হরে আপনার থিমের Style.css বা Stylesheet.css এ নিচের কোডটি যুক্ত করুন।

[code lang=”css”]

img#wpstats { display:none; }

[/code]

অথবা আপনারা WordPress.com Stats Smiley Remover নামক এই প্লাগিনটিও ব্যবহার করতে পারেন। এই প্লাগিনটি উপরের কোডটি আপনার CSS এ যুক্ত করে দিবে। যদিও উপরের অর্থাৎ জেটপ্যাক.কম প্লাগিনটির কনফিগারেশন পেইজটি থেকে ম্যানুয়ারী রিমুভ করাই সবচেয়ে সহজ এবং সুবিধাজনক। 🙂

 

ভাল থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *