এখন থেকে সময় দেখবেন, এলার্ম দিবেন, ক্যালেন্ডার দেখবেন, এমনকি চাঁদের বয়সও দেখবেন কিন্তু সবকিছুই ষ্টাইলিশ এবং নতুন লাগবে !

আজকে আমি আপনাদেরকে একটি ভিন্ন ধরনের এপ্লিকেশন উপহার দিব। যার সাহায্যে আপনি আপনার মোবাইলের সময়, এলার্ম, ক্যালেন্ডার, চাঁদ সম্পর্কিত তথ্য, টাইমার ইত্যাদি দেখতে পারবেন কিন্তু একটু অন্যরকম ভাবে। আর এলার্ম সেট করার ব্যপারটা সবচেয়ে মজার। আর এই মজার এপ্লিকেশনটির নাম SPB Time!

এপ্লিকেশনটিতে যেই যেই সুবিধাগুলি বিদ্যমান-

  • – All inclusive
  • – Analog and digital clocks
  • – World time
  • – Alarm এবং timer
  • – Calendar
  • – Moon phases

এলার্মের ধরণগুলি কিন্তু যেমনতেমন নয়। বিভিন্ন ভাবে বিভিন্ন প্রকারের এলার্ম সেট করে দিতে পারবেন

যেমন-

– Unlimited number of alarms
– Classic alarms
– Bio alarms
– Paranoid alarms
– Reccuring and one-off alarms

আর সবচেয়ে মজার ব্যপার হল কি জানেন? এগুলির সবগুলাই হাইলি কাষ্টমাইজেবল।

ও হ্যা, টাইমারের মধ্যে কিন্তু Stopwatch আর Countdown দুটই পাবেন এপ্লিকেশনটিতে।

ঘড়িগুলোও কিন্তু দারুন। নিচেরগুলি দেখুনতো কেমন লাগে-

আরও একটা মজার ব্যপার হল আপনি ইন্টারনেট থেকে আপনার পছন্দমত আরও ঘড়ির স্টাইল/স্কিন ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনি Skins এ গিয়ে “More Skins Online” এ ক্লিক করুন।

এপ্লিকেশনটি যে যে অপারেটিং সিস্টেম সাপোর্ট করে-

নোকিয়ার- (শুধুমাত্র অফিসিয়াল ROM গুলিকে সাপোর্ট করে)

  • Symbian S60 V5
  • Symbian^3

আইফোনের-

  • iPhone 4
  • iPad
  • iPhone 3GS
  • iPod Touch
  • iPhone 3G
  • iPhone Original

উইনডোজ মোবাইলের- (শুধুমাত্র অফিসিয়াল ROM গুলিকে সাপোর্ট করে)

  • Windows Mobile 6.5 Professional
  • Windows Mobile 6.1 Professional
  • Windows Mobile 6.1 Classic
  • Windows Mobile 6 Professional
  • Windows Mobile 6 Classic
  • Windows Mobile 5 Phone Edition
  • Windows Mobile 5 Pocket PC

————

এলার্ম দেওয়ার মজাটা কিন্তু ইন্সটল না করলে আমি বোঝাতে পারব না। আর যাদের সেই সৌভাগ্য নেই তারা নিচে দেওয়া ভিডিওগুলি থেকে দেখে নিতে পারেন।

-সিমবিয়ান-

-আইফোন-

-উইনডোজ ফোন-

ডাউনলোড-

সিমবিয়ানঃ

আইফোনঃ

উইনডোজ ফোন-

—————————

আমার আগের করা টিউনগুলি দেখতে চাইলে উপরে “আমার টিউনার পাতা” তে ক্লিক করতে পারেন।

আর আমার নতুন নতুন সব লেখা গুলি মিস না করতে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। এর জন্য উপরে “আমার টিউন আর,এস,এস -এ ক্লিক করুন। আমার টিউন পৌছে যাবে আপনার ই-মেইল-এ।

মোবাইল বিষয়ক যেকোন সমস্যায় আমাকে ফেসবুকে নক করতে পারেন- http://facebook.com/crazzzzzzyboy

———

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *