এক ক্লিকেই অফ করুন আপনার ল্যাপটপের LCD !

আপনি নিশ্চই সবসময় আপনার ল্যাপটপের LCD বন্ধ করার জন্য ল্যাপটপের ঢাকনা বন্ধ করতে চান না? কারণ ধরুন আপনি ল্যাপটপ থেকে গান শুনতেছেন বা কোন কিছু ডাউনলোড হচ্ছে, এমতাবস্থায় ল্যাপটপের LCD টা অফ করার জন্য ঢাকনা বন্ধ করলে LCD অফের সাথে সাথে আপনার গানও বন্ধ হবে এমনকি ডাউনলোডও বন্ধ হয়ে যাবে। যদিও LCD সয়ংক্রিয়ভাবে বন্ধ করার জন্য সময় সেট করে দেওয়া যায়, তবে তারজন্য আপনাকে নির্দিষ্ট কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হয়।

যদিও কিছু কিছু ল্যাপটপে কিবোর্ড এর সাহায্যেও এটি করা যায়। কারণ সেই ল্যাপটপগুলির তৈরীকারকরা এর জন্য একটি এক্সট্রা কিবোর্ড সর্টকার্ট তৈরী করে দেন। তবে সব ল্যাপটপেই থাকে না। যেমন আমার HP Compaq Presario CQ40 তেই নেই।

তবে এই সমস্যার সমাধাণের জন্য তৈরী হয়েছে একটি ছোট্ট এপ্লিকেশন যার সাহায্যে আপনি সাথে সাথেই আপনার ল্যাপটপের LCD টা অফ করতে পারেন। সফটওয়্যারটি নাম Turn Off LCD। এটি ডেভলপ করেছেন “তাইমুর আসাদ” নামক একজন ডেভলপার।

ডাউনলোডঃ

ব্যবহারঃ

ব্যবহার খুবই সহজ। সফটওয়্যারটা ডাউনলোড করে ডেস্কটপে কপি বা সর্টকার্ট করে রাখুন। আর যখন LCD অফ করার প্রয়োজন হবে তখন শুধু একবার ডাবল ক্লিক করবেন। ব্যাস আপনার LCD সাথে সাথেই অফ। আর LCD অন করার জন্য মাউস একটু নড়া দিলে বা কিবোর্ড থেকে কোন কি চাপলেই আবার চালু হয়ে হবে।

২ Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *