আনলিমিটেড কল রেকর্ড করুন বিপ ছাড়াই !

সময় অসময় কখন কি হতে চলেছে তা কেউ বলতে পারে না। বর্তমান জিনিসটা কখন যে অতীত হয়ে যাচ্ছে তা টেরই পাওয়া যায় না। কখনো কখনো অতীতের কোন বিশেষ জিনিস কোন কারণে সংগ্রহে না থাকলে আফসোস হয়।

আজকের এই টিউনে আমি আপনাদের অতীত ফিরে পাওয়ার কোন পদ্ধতি কৌশল বর্ণনা করব না। তবে বর্তমান সময়ে আপনার প্রতিদিনের কল রেকর্ডগুলি সংরক্ষণ করার জন্য একটি দারুন এপ্লিকেশন এর সাথে পরিচয় করিয়ে দেব।

এপ্লিকেশনটির নাম Total Recall। আমার মতে এটি একটি শ্রেষ্ট কল রেকর্ডার।

সুবিধাসমূহঃ

  • রেকর্ডের সময় বিপ হয় না
  • কল এলে সয়ংক্রিয়ভাবে রেকডিং শুরু করতে পারে (ম্যানুয়ালীও করতে পারবেন)
  • আনলিমিটেড রেকর্ডিং করতে পারে (যতক্ষণ পর্যন্ত আপনার মেমেরীর জায়গা ফুরাবে না)
  • অপশন থেকে কল রেকর্ড শেসে সয়ংক্রিয়ভাবে রেকর্ডটি MMS কিংবা E-mail এ পাঠাতে পারে (ম্যানুয়ালীও পাঠাতে পারবেন)।
  • কল রেকর্ডিং ছাড়াও আপনি এপ্লিকেশনটির সাহায্যে ভয়েস রেকর্ড করতে পারবেন
  • তাড়াতাড়ি কোন কিছু রেকর্ড করার জন্য সর্টকার্ট বাটন তৈরী করতে পারবেন
  • এপ্লিকেশনটিকে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন যাতে অন্যরা রেকর্ডগুলা না শুনতে পারে
  • সারাজীবন ফ্রিতে এপ্লিকেশনটি আপডেট করতে পারবেন ইত্যাদি আরও অনেক কিছু

উপযোগিতাঃ

সিমবিয়ান

  • 3rd Edition
  • 5th Edition
  • S^3 Edition
  • S^4 (Anna, Nokia Belle)

ডাউনলোডঃ

বিশেষ দ্রষ্টব্যঃ

  • এই কল রেকর্ডারটিতে সাধারণত বিপ হয় না। তবে তারপরও যদি কারও ফোনে রেকর্ডের সময় বিপ করে তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
  • প্রথমে এখানে ক্লিক করে “Record Tone OFF” নামকটি প্যাচটি ডাউনলোড করে নিন
  • ডাউনলোড শেষে আপনার মেমোরী কার্ডে Patches নামক একটি ফোল্ডার তৈরী করুন প্যাচটি সেই ফোল্ডারে কপি করুন।
  • আপনার ফোনের এপ্রিকেশন থেকে ROMPatcher+ () এপ্লিকেশনটি চালু করুন
  • Record Tone OFF নামক Patch টি এপ্লাই করুন এবং অপশন থেকে অটোতে নিয়ে নিন।

  • এখন যেকোন কল রেকর্ডার দিয়ে রেকর্ড করলেও আর কখনো বিপ করবে না।

৫ Comments

  1. সবই করলাম, কিন্তু কলটা শুরু হওয়ার সাথে সাথেই একটা বীপ হয়। এটা তো আগে হতো না। নতুন করে দেয়ার পরে শুরু হচ্ছে। আগে পুয়াচ ও এপ্লাই করতে হতো না। এবার প্যাচ এপ্লাই করতে হলো। অবশ্য প্যাচ টা সবুজ সাইন দেখাচ্ছে না। নীল এরো দেখাচ্ছে অটোতে নেয়ার পর। বিশাল এই সমস্যার সমাধান কি সাইফুল ভাই…?

Leave a Reply to সাইফুল ইসলাম Cancel reply

Your email address will not be published. Required fields are marked *