বাটন টিপে মোবাইলের কল রিসিভ করতে হবে না। শুধু কানে লাগালেই অটোমেটিক রিসিভ হয়ে যাবে।

নোকিয়া এখন তাদের S60 V5 এর সেটগুলোর বিভিন্ন রকমের ফিচার যোগ করছে। যোগ করছে নতুন নতুন সিস্টেম। আর এর মধ্যে একটি অন্যতম নতুন সংযোজন হল তারা তাদের মোবাইলগুলোতে একটি সেন্সর যোগ করছে। সেন্সরটি মূলত ‍নাভিগেশন এর কাজে ব্যবহার হয়। তবে সেন্সরটি দেওয়ার জন্য অনেক সুবিধা হয়েছে। তাই খুজতে খুজতে একদিন খোজ পেয়ে গেলাম এই দারুন, মজার এবং এক্সাটিং সফট্ওয়ারটির।

আসুন তাহলে জানা যাক সফট্ওয়ারটি সম্পর্কে কিছু তথ্য ‍ঃ

আমি আজকে যে মজার সফটওয়ারটি নিয়ে টিউন করছি তা হল Auto Hello নামের একটি সফট্ওয়ার। যার গুনের দ্বারা আপনার মোবাইলে কোন কল আসলে তা বাটন টিপে রিসিভ করার দরকার নেই। যখনি কোন কল আসবে তখন শুধু মোবাইলটা কানে লাগান। আর ইচ্ছেমত কথা বলুন।

নিচে সফট্ওয়ারটির দুইট স্কিনশর্ট ‍ঃ

নিচের লিংটি থেকে ডাউনলোড করুন ‍ঃ

ডাউনলোড করার জন্য আমাকে ক্লিক করুন।
ডাউনলোড করার জন্য আমাকে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *