আপনার সিমবিয়ান ফোনে যোগ করুন ভিন্ন ধাচের পাং পুং ষ্টাইল !

আমার পূর্ববর্তী টিউনগুলির কারণে আপনারা হয়ত এখন সবাই কাষ্টম ফ্রার্মওয়্যার ইনস্টল করার হাফেজ হয়ে গেছেন ! তাই নতুন কোন কাষ্টম ফার্মওয়্যার পেলেই সেগুলি ইনস্টল করে ফেলেন। কারণ কাষ্টম ফার্মওয়্যার ছাড়া মোবাইল ব্যবহার করে মজা নাই। যাহোক কাষ্টম ফার্মওয়্যারের কল্যানে অলরেডি বিল্ট-ইন ভাবে অনেক পাং পুং ষ্টাইল থাকে।

কিন্তু আফসোস ! যে, এখনো অনেকেই তাদের মোবাইলে কাষ্টম ফার্মওয়্যার ইন্সটল করার সাহস পান না। তাই বলে কি তারা তাদের ফোনে একটু ষ্টাইল যোগ করবেনা? অবশ্যই করবে !

আজকে আমি আপনাদের সিমবিয়ান S60 V3, V5, S^3, Anna এবং Belle এর জন্য স্লাইড থিম ইফেক্ট সেয়ার করব। থিম ইফেক্টটি আমার কাছে অসাধারণ লেগেছে ! ষ্টাইলটি কেমন জানার জন্য নিচের ভিডিওটি দেখুন। কারণ এটি লিখে বর্ণনা করা সম্ভব নয় 😉

কি? কেমন লাগল?

আসুন এখন ইনস্টল করিঃ

ইন্সটল করার আগে নিচের নিশ্চিত হউন আপনার ফোনটিতে এটি ইন্সটল করা যাবে কিনা?

রিকুয়ারমেন্টঃ

১। ফোন হ্যাক করা থাকতে হবে

২। ফোনের মধ্যে Rompatcher নামক এপ্লিকেশনটি ইন্সটল থাকতে হবে (হ্যাকড ফোনে এই এপ্লিকেশনটি ইনস্টল করা থাকে)

৩। ফোনে X-Plore নামক সফটওয়্যারটি থাকতে হবে (ডাউনলোড লিংক)

ইনস্টলেশনঃ

১। প্রথমে এখানে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিন।

২। ডাউনলোডকৃত .zip ফাইলটি 7zip বা Winrar এর সাহায্যে এক্সট্রাক্স করুন

৩। ফোল্ডারটি আপনার মেমোরী কার্ডে কপি করুন।

৪। C2Z Maker সফটওয়্যাটি আপনার ফোনে ইন্সটল করুন।

৫। ইন্সটল শেষে সফটওয়্যারটি চালু করুন এবং অপশন থেকে Co3AaTb c2z.rmp সিলেক্ট করুন।

৬। সফটওয়্যারটি থেকে বেরিয়ে এসে X-Plore চালু করুন এবং আপনার মেমোরী কার্ড অর্থাৎ E ড্রাইভ থেকে C2Z.rmp ফাইলটি কপি করুন এবং ফোন মেমোরীরর অর্থাৎ C ডাইভে Patchs ফোল্ডারে পেষ্ট করুন। C ড্রাইভে Patchs ফোল্ডার না পেলে মোমোরী কার্ডে দেখুন।

৭। এবার ডাউনলোডকৃত ফোল্ডারটি হতে EFFECTS নামক ফোল্ডারটি কপি করে C ড্রাইভের Resource ফোল্ডারে পেষ্ট করুন

৮। এবার X-Plore থেকে বেরিয়ে এসে আপনার Rompatcher এপ্লিকেশনটি চালু করুন এবং C2Z প্যাচটি এপ্লাই করে Auto তে নিন। Rompatcher ক্লোজ করুন

৯। এবার আপনার ফোনের Settings > Themes > General > Options > Themes Effects > ON করে দিন।

৯। ব্যাস ! এবার ফোন ব্রাউজ করুন। আর দেখুন মজা !

১০। কাজ না করলে ফোনটা একবার রিষ্টাট দিয়ে দেখতে পারেন। তবুও না হলে পূণরায় পুরো প্রসেসটি আবার ফলো করুন।

ভাল থাকুন

২ Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *